রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | সড়ক পরিবহণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ মোদি সরকার

Kaushik Roy | ০৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ২৯Kaushik Roy


বীরেন ভট্টাচার্য: আর মাত্র তিন মাস। ২০২৩-২৪ অর্থবর্ষ প্রায় শেষের পথে। চলতি অর্থবর্ষে মোদি সরকার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে চলেছে জাতীয় সড়ক নির্মাণ, বরাত দেওয়ায়। চলতি অর্থবর্ষে ১৪ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের বরাত দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদি সরকার। যদিও সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব নয় বলে দাবি সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের। এছাড়াও ১৩, ৮১৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রাও পূরণ হওয়া কঠিন বলে মনে করছেন মন্ত্রকের আধিকারিকরা। সড়ক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬,২১৭ কিলোমিটার অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র ৪৫ শতাংশ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। যদিও সড়ক বিভাগের সচিব অনুরাগ জৈনের দাবি, লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কেন্দ্রীয় সরকার। সড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত সময়ে রাস্তা নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছিল ৫,৩৮২ কিলোমিটার। যদিও এই বছরে নভেম্বর পর্যন্ত সময়ে বরাত দেওয়া হয়েছে মাত্র ২,৮১৫ কিলোমিটার। অর্থাৎ বরাত দেওয়ার পরিমাণও কমেছে।

অনুরাগ জৈনের কথায়, "২০২৩-২৪ অর্থবর্ষে নতুন জাতীয় সড়ক নির্মাণের জন্য ১০,০০০ কিলোমিটারের বরাত দেওয়া সম্ভব হবে।" ভারতমালা প্রকল্পের পরবর্তী ধাপে হাইস্পিড হাইওয়ে করিডর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। এই ধরণের জাতীয় সড়কে চলাচল করে হাইস্পিড যানবাহন এবং সেখানে ট্রাফিক নিয়ন্ত্রিত থাকে। ২০১৭ সালে ভারমালা প্রকল্পের সূচনা করে মোদি সরকার। ২০২৪ সালের মধ্যে সমস্ত অর্থনৈতিক অঞ্চল, উৎপাদন কেন্দ্রের হাব, সীমান্ত এবং উপকূলবর্তী এলাকাগুলিতে জুড়তে ভারতমালা প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পে ৩৪,৮০০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। যদিও সেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে অনেক দেরিতে। সেই কারণেই ভারতমালা প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ২০২৭-২৮ পর্যন্ত করা হয়েছে। সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতমালা প্রকল্পের আওতায় ২৭,৩৮৪ কিলোমিটার জাতীয় সড়কের বরাত দেওয়া হয়েছে। তারমধ্যে ১৫,০৪৫ কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে।

তবে এখনও ৮,০০০ কিলোমিটার সড়কের বরাত দেওয়া বাকি রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০৪৭ সাল অর্থাৎ স্বাধীনতার শতবর্ষের লক্ষ্যমাত্রা হিসেবে ৪০,০০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির করতে চায় কেন্দ্রীয় সরকার। তারমধ্যে হাইস্পিড করিডর হবে ১৫,০০০ কিলোমিটার। ২০ লক্ষ কোটি টাকা খরচে এই সড়ক তৈরির সময়সীমা ২০৩০ সাল। সমস্ত নতুন রাস্তাই ২০৪৭ সাল মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের সচিব। আগে যে পদ্ধতিতে জাতীয় সড়ক নির্মাণ হত সেখানে পরিকাঠামোর খরচ বহন করত সরকার এবং বরাত পাওয়া বেসরকারি সংস্থা শুধু ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণের প্রয়োজন মেটাত। তবে সেই পদ্ধতি বদল করা হয়েছে। বর্তমানে যে কোনও বরাতের ক্ষেত্রে প্রকল্পের মোট খরচের ৪০ শতাংশ সরকার দেয় বাকি ৬০ শতাংশ বিনিয়োগ করতে হয় বরাত পাওয়া বেসরকারি সংস্থাকে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বছর শেষেও লাফিয়ে বাড়ছে সোনার দাম, শেষ রবিবার শহরে কত রইল ২২ ক্যারাটের দর?...

সিকিমে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন আড়াই বছরের শিশু সহ এক মহিলা পর্যটক...

পুরীতে বর্ষবরণ করতে ইচ্ছুক, মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ, জারি নির্দেশিকা...

মুম্বইয়ে কর্মরত শ্রমিকদের পিষে দিল মারাঠী অভিনেত্রীর গাড়ি, মৃত এক, আহত আরও এক...

জানুয়ারি মাসে কতদিন ছুটি থাকবে ব্যাঙ্ক, জেনে নিন এখনই...

গাড়ি চালাতে চালাতে হঠাৎ ঘুমিয়ে পড়লেন চালক, বেগতিক দেখে এই কাণ্ড করে বসলেন যাত্রী...

১২ ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার তুষারপাত, মানালিতে আটকে বহু পর্যটক...

সাতপাকে ঘুরছিলেন নবদম্পতি, মজা করে ফুল ছুড়ছিলেন আত্মীয়রা, চটে লাল পুরোহিত পাল্টা ছুড়ে মারলেন থালা ...

পেট চেপে ধরলেই মুরগির মুখ দিয়ে বেরোচ্ছে আগুন, কর্ণাটকের গ্রামের ভিডিও ঘিরে শোরগোল...

বিয়ের ভোজ পরিবেশনে দেরি, ছাদনাতলা থেকে বেরিয়ে অন্য মহিলাকে বিয়ে করলেন বর! ...

রতন টাটার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, তামিলনাড়ুর এই বেকারি কী করল জানেন? চমকে যাবেন...

প্রয়াত মনমোহন সিং: ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের...

‘দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদি-মমতার...

'পথপ্রদর্শককে হারালাম', শোকবার্তা রাহুলের, মনমোহনের সাহসকে কুর্নিশ প্রিয়াঙ্কার...

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর কালকে কি ছুটি দেশজুড়ে? উত্তর খুঁজছে নেটপাড়া...

দেশের উদার অর্থনীতির জনক ডঃ মনমোহনকে মনে রাখবে ভারতীয় রাজনীতি...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24